Breaking News
Home / সারাদেশ / ড. আনিছুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় বগুড়ায় সংবর্ধনা প্রদান

ড. আনিছুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় বগুড়ায় সংবর্ধনা প্রদান

আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) ।। ড. মোঃ আনিছার রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় গতকাল বৃহস্পতিবার প্রানি সম্পদ দপ্তর কার্যালয়ে বোনাফাইড এগ্রোভেট কোম্পানি লিঃ এর পক্ষে জেলা প্রাণি সম্পদ অফিসারের দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয়। ইতিমধ্যে (১৭ই আগষ্ট২৩) তিনি বগুড়ায় জেলা প্রাণী সম্পদ দপ্তরে জেলা ট্রেনিং অফিসার হিসাবে যোগদান করেছেন। তিনি ১৯তম বিসিএস ক্যাডার। এর পূর্বে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ), অষ্ট্রিয়া, ভিয়েনা’র অর্থায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি গবেষণায় তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল ‘ ÔGenomic Tools for Improvement of crossbred Friesian Cattle in BangladeshÕ ’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন), অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সদর, মনিটরিং অফিসার (LDDP) ও বোনাফাইড এগ্রোভেট কোম্পানি লিঃ এর কর্মকর্তাবৃন্দ প্রমূখ। আনিছুর রহমান বলেন, তিনি ১২৫২টি Crossbred Friesian গরুর Blood Sample থেকে DNA Isolate করে Genotyping এর মাধ্যমে Genetic Makeup উদ্ভাবন করেছেন এবং Genomic Tools ব্যবহার করে Genomic Selection এর মাধ্যমে Crossbred Friesian গরুর জাত উন্নয়ন দ্রুততর সময়ে সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। গবেষণালব্ধ জ্ঞান গবাদিপশুর জাত উন্নয়নে নবদিগন্তের সূচনা করবে বলে জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন আশাবাদ ব্যক্ত করেন।

About admin

Check Also

বগুড়ায় অসহায় শ্রমিকদল নেতাকে ঈদ সামগ্রী ও অর্থ দিলেন সাবেক এমপি লালু

আল আমিন মন্ডল (বগুড়া)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বুধবার বগুড়া জেলা শ্রমিকদল নেতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com