কম্পিউটার চালানোর বহু শর্টকাট রয়েছে যা আমাদের জানা নেই। কিভাবে দ্রুত চালানো কিংবা লক করা যাবে কিংবা কোনো সমস্যা হলে কী সবার আগে দেখতে হবে এসব বিষয় কখনো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে। এসব বিষয় নিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করেছে রেডিট, যা তুলে ধরেছে ইন্ডিপেনডেন্ট।
১. কমান্ড প্রমট আনার জন্য অ্যাড্রেস বারে বা ফাইল এক্সপ্লোরারে ‘cmd’ টাইপ করুন।
২. এক্সেলে কাজ করার সময় সর্বশেষ কমান্ডটি আবার করার জন্য ‘F8’ বাটনটি চাপ দিন।
৩. স্ক্রিনের শুধু একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে চান? স্টার্ট বারে ‘Snipping Tool’ খুঁজে বের করুন। এটি সহজেই কাজটি করে দেবে।
৪. যে কোনো সফটওয়্যার ইনস্টলের সময় বিষয়টি সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই কাস্টম ইনস্টল ব্যবহার করুন। এতে সফটওয়্যারটি বাড়তি ফাইল ইন্সটল করবে না, যা বেশ কিছু সুবিধা দেবে।
৫. গুগল ক্রোমে F12 চাপ দিয়ে কনসোল আনতে পারেন। এতে বিভিন্ন অপশনগুলো খুঁজে পাবেন।
৬. উইন্ডোজ কি ও ডিরেকশন অ্যারো একত্রে চাপ দিলে আপনার বর্তমান উইন্ডো ডানে চলে আসবে।
৭. উইন্ডোজ কি ও এল আপনার কম্পিউটার লক করে দেবে।
৮. ওয়েবসাইট ব্রাউজ করার সময় কোনো লিংকের ওপর মাউস কার্সর রেখে মাঝখানের বাটন বা স্ক্রল বাটন চাপলে তা নতুন উইন্ডোতে লিংকটি খুলে দেবে।
৯. ইউটিউবে ভিডিও চালানোর সময় k চাপলে তা পজ করবে। অন্যদিকে J ও L চাপলে ১০ সেকেন্ড করে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড হবে।
১০. কিবোর্ডের কন্ট্রোল ও ইন্টার একত্রে চাপলে কোনো ওয়েবসাইট ব্রাউজের সময় ‘www’ ও ‘.com’ দিতে হবে না। ১১. গুগল ক্রমে কোনো ছবির ওপর এস ও রাইট ক্লিক করলে তা গুগলে ছবিটি সার্চ করবে।